সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম  ‎ বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দিবেন  ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক তুহিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

গাজীপুর মিরের বাজারে থামছেনা একই দোকানে একাধিক চুরি

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গাজীপুর সিটির পূবাইল থানার মিরের বাজারের বিভিন্ন দোকানে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেই চলেছে। চোর ডাকাতদের হাত থেকে নিরাপত্তা দিতে নিয়োজিত আছে ২০ জনের মত নৈশপ্রহরী, গলিতে গলিতে সিসি ক্যামেরা।দোকানে চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ থাকলেও চোর সনাক্ত করে কাউকে আটক করতে পারছেনা কেউ। মজার ব্যাপার এ পর্যন্ত অদৃশ্য কারণে কোন চুরির ঘটনাতেই সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি হয়নি।যদিও বাজারের কয়েক’শ মিটার দুরে অবস্থিত পুবাইল থানা।

তারিখ ০৪/১২/২০২৪ ইং বুধবার রাতের কোন একসময় সর্বশেষ

মিরের বাজার নজরুলের রঙের দোকানের পিছনের ইটের দেয়াল ভেঙে রঙ ও তালা সহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

খুঁজ নিয়ে জানা গেছে শুধু মিরের বাজার মুক্তা ফার্মেসীতে তালা কেটে চুরি হয়েছে সাতবার।চুরির পর আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসলেও থামছে না মিরের বাজারের চুরির ঘটনা।সিসি ক্যামেরায় ধারণকরা ভিডিও ফুটেজ দেখেও হচ্ছেনা চোর সনাক্ত।

ইতোমধ্যে স্বপ্ন সপিং মল,আরএফএল শো-রুম ও বাদ যায়নি দুর্ধর্ষ চুরি থেকে। ২০ নভেম্বর একই রাতে মফিজুল ও ফারুকের মুদি দোকানের ছাদের সিলিং কেটে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্ধর্ষ চোরেরা।অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেই চলছে।

মিরের বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক বিল্লাল হোসেন যুগান্তরকে জানান আমরা নিরাপত্তার ব্যাপারে মাসে প্রায় দুই লাখ টাকা ব্যয় করছি।থানা একেবারেই পাশে। তবু থামছেনা দুর্ধর্ষ চুরির ঘটনা।বুধবার রাতে নজরুলের রঙের দোকানে চুরির বিষয়ে স্থানীয় থানার ওসি শেখ আমিরুল ইসলামকে জানিয়েছি।দেখি কী ব্যবস্থা নেয়।

রঙের দোকানে চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান শুনেছি চুরি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ পাইলে ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com