রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রামপালে শীতার্তদের হাতে উপহারের কম্বল তুলে দিলেন কৃষিবিদ শামীম  ‎ বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  ঢাকা উত্তরা আজমপুরে ফার্নিচার দোকানে আগুন,পুডে গেছে ২ টি দোকান ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক তুহিন বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গ,আর জি করের ঘটনায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে যামিন দেওয়ায়, প্রতিবাদ কর্মসূচী ।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , পশ্চিমবঙ্গ

আজ ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার, মেদিনীপুর জেলায়, পাঁশকুড়া নাগরিক সমাজের ডাকে, আর জি করের ঘটনায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে জামিন দেওয়ায়, এক প্রতিবাদ কর্মসূচী করলেন।

তাহারা জানান, বিচারহীনতার চার মাস অতিক্রান্ত, বিচার এখনো পায়নি অভয়া, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন, সি বি আই চার্জশিট জমা না দিতে পারায়।

তাই এর প্রতিবাদে রাস্তায় নামল পাঁশকুড়া নাগরিক সমাজ, অভয়ার বিচারের দাবীতে, দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলতে, বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেন পাঁশকুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে, তাদের দাবী, সি বি আই ও রাজ্য সরকারের গোপন যোগ সাজোস রয়েছে, তাই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল জামিন পেয়েছেন।।

কেন সি বি আই চার্জশিট দিতে পারল না এবং কবে অভয়া বিচার পাবে ,এই দাবী তুলে গণ আন্দোলনের ডাক দিল পাঁশকুড়া নাগরিক সমাজ।

জানান আমরা থেমে থাকবো না, আমরা অভয়ার পাশে আছি, সঠিক বিচার যতদিন না হবে, আন্দোলন চলবে, আরো তীব্রতর আন্দোলন গড়ে তুলবো, কেন এতদিন ধরে সিবিআই চাইছি জমা দিতে পারল না তার জবাব চাই। কিভাবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল ছাড়া পেল, তাই এই কর্মসূচির মধ্য দিয়ে সকলকে আহ্বান, সঠিক বিচারের জন্য আন্দোলন তীব্রতর করে তুলুন সকলে, অভয়া সঠিক বিচার পাক।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com