সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের উত্তরা পূর্ব থানা বিএনপির কর্মীসভা ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কর্মশালা তাবলীগী জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলার উদ্যোগে মানববন্ধন – স্মারকলিপি প্রদান আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিল বিএনপি নেতারা বিএনপি নেতারা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন : নানক নিউইয়র্কে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের শূন্যপদে বদলির নীতিমালা জারি সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে,হাবিবুল্লাহ রায়হান টুঙ্গি ইজতেমা, তাবলীগের শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা ও দেশব্যাপী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আঘাত এলে প্রতিঘাত করতে হবে: শেখ হাসিনা

টুঙ্গি ইজতেমা, তাবলীগের শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা ও দেশব্যাপী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

টুঙ্গি, তারিখ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২৪ ইং ঢাকা তাবলীগ জামাতের শীর্ষ অসুস্থ বর্ষিয়ান মুরুব্বি হযরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব সহ মূলধারার সাথীদের নামে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করছি তাবলীগ জামাত বাংলাদেশ (সাদপন্থীদের) উপর বিগত ৭বছর জুলুম নির্যাতন ও বৈষম্যের অংশ হিসাবেই পরিকল্পিতভাবে গুজব অপপ্রচার ও রাজনৈতিক হস্তক্ষেপ এর মাধ্যমে তাবলীগ কাজকে নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেছেন মানুনুল হক এর মতো রাজনৈতিক নেতারা। এর দুদিন আগে সমাবেশ করে মামুনুল হক তুরাগ তীর রক্তে লাল করার ঘোষনার অংশ হিসাবে টঙ্গীর পরিকল্পিত হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

এর আগে ৫নভেম্বর মাদরাসার ছাত্রদের এনে সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে তাবলীগ জামাতের সাদ অনুসারীদের সকল কাজ নিষিদ্ধ করার দাবী করে, ও কাকরাইল বিশ্ব অবৈধ দখলের ঘোষনা দিয়ে কিছু উগ্রপন্থী আলেমরা পরিস্থিতি উতপ্ত করেছেন। এছাড়া ১৭ ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম মধ্যস্থতা করে যখন বিষয়টি মিমাংসার দিকে নিচ্ছিলেন, তখনি যারা এই বিরোধ জিয়ে রাখতে চায় ও মিমাংসা না করে এক চাটিয়াভাবে তাবলীগের নিয়ন্ত্রণ চায় তারা এই সংঘাত তৈরি করে রাস্তায় থাকা আমাদের উপর সাথীদের উপর হামলা করেছে।

গতকাল আমাদের বিরোদ্ধে মিথ্যা মামলায় বেলাল হোসেনের নাম উল্লেখ করলেও সে আমাদেই সাথী। আমরা এবিষয়ে মামলা দিতে গেলে থানা মামলা নেয় নি। আমাদের সাথী নিহত হওয়ার পরেও আমরা মামলা করতে পারছি না। যা চরম অমানবিক বৈষম্য। উল্টো আমাদের মুরুব্বি মুফতী মুআজ বিন নূরের মাদরাসায় হামলা ও তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা দ্রুত তার মুক্তি চাই। গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে আমাদের সাথীদের উপর কওমী মাদরাসার ছেলেদের দিয়ে হামলা ও আমাদের বিভিন্ন মসজিদ মাদরাসা বাড়িঘরে বর্বর হামলা করা হচ্ছে। আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক তা সবোর্চ্চভাবে চাচ্ছি, সবর ও ধর্য্য ধরছি৷ এই পরিস্থিতি, বৈষম্য ও জুলুম অব্যাহত থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।

এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের শতশত আহত সাথীদের হাসপাতালে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। হাসপাতাল থেকে একাধিক সাথীকে কিডনাফ করা হয়েছে, যা গনমাধ্যমেও এসেছে। কিছু সাথীকে গুম করার মতো ঘটনা ঘটেছে। টঙ্গী ময়দানে ১৪৪ ধারা জারি করলে আমরা সরকারী সিদ্ধান্ত মেনে গতকাল ময়দান খালি করলেও, গতকাল থেকেই সরকার নিজেদের নিয়ন্ত্রণে না রেখে তাদেরকেই আবার বুঝিয়ে দেয়া হয়েছে। এরকম সকল বিষয়ে যা সরাসরি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে।

সারাদেশে আমাদের উপর আক্রমন নির্যাতন, গ্রেফতার, মসজিদে মসজিদে নামাজ ও ইবাদতে বাধা দেয়া আইন করে বন্ধ করা না হলে বাংলাদেশ ভয়াবহ ভ্রাতৃঘাতি সংঘাত ও গৃহ বিবাদের দিকে চলে যাওয়ার আশংকা করছি। সবার ধর্মীয় ও সংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। এবিষয় সরকার, মানবাধিকার সংগঠন, গনমাধ্যম, বিবেকবান সুশিল সমাজ ও জাতিসংঘসহ সকল জাতীয় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা আমরা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com