রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
হঠাৎ বৃষ্টি। কোথাও টিপটিপ, কোথাও মসুল ধারে। অগ্রহায়ণে এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বৃষ্টির এ ভোগান্তির প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের বাজারেও। কেননা টানা এ বৃষ্টিতে দেশের সবজি খেতের ব্যাপক ক্ষতির আশংকা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আলু ও পেঁয়াজের ক্ষেত। এ ছাড়া শসা, করলা, চিচিঙ্গা, বরবটি, চালকুমড়া, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজি খেত ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে এমনিতেই চড়া দামের নিত্যপণ্যের বাজারে আরেক দফা দাম বাড়ার আশঙ্কা রয়েছে।
সাভারের ধামরাই থেকে রাজধানীর বাজারে প্রচুর সবজি সরবরাহ হয়। ওই অঞ্চলের কৃষক শরীফ তালুকদার বলেন, বৃষ্টিতে কম-বেশি সবজি খেতের ক্ষতি হবে। এইটা তো অসময়ের বৃষ্টি। কোথাও পানি জমে গেলে সেটা সেচে ফেলে দিতে হবে। তা না হলে আলু, ফুলকপি, লাল শাকের মতো সবজি খেত নষ্টের ঝুঁকি রয়েছে। এ ছাড়া বেগুনসহ অন্যান্য সবজিতেও পোকার আক্রমণ বেড়ে যেতে পারে।