রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
নওগাঁয় ছাগল চুরির অপরাধে জনতার হাতে আটক ঃ ৩( তিন)
মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁ ঃঃ//দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
নওগাঁর বদলগাছীতে ছাগল চুরির অপরাধে ৩ জনকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী।
জানা যায় (১ আগষ্ট) রাতে উপজেলার মিঠাপুর ইউপির মিঠাপুর পৃর্বপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপনের বাড়ির প্রাচির টপকিয়ে ভিতরে প্রবেশ করে ২টি খাসি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে আটক করে। পরে পুলিশকে খবর দিলে বদলগাছী থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক কৃতরা হলেন, মিঠাপুর সরকার পাড়ার ১/ আইয়্যুব সরকারের ছেলে দুখু সরকার(২৫),২/ বাদেশ সরকারের ছেলে হাসান আলী(২৪),৩/ সাগরপুর গোয়াল পাড়া গ্রামের মমতা পাহানের ছেলে বিল্পব পাহান,(পলাশ)২২।
এলাকাবাসী বলেন, কিছু দিন ধরে এখানে দিন দিন চুরি বেড়েই যাচ্ছে। কয়েক দিন আগেই মিঠাপুর বাজারে ভেরেন্ডী রোডে রফিকের দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরি হয় ও একই রাতে মিঠাপুর বৌলা পাড়া গ্রামের তজিবরে বাড়ির তালা ভেঙ্গে ল্যাপটপ সহ বিভিন্ন জিনিষ পত্র নিয়ে যায়।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, এব্যাপারে ৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।