রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

কেন্দুয়ায় বাবু হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

কেন্দুয়ায় বাবু হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি// দৈনিক ঢাকার কন্ঠ নিউজ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের চেংজানা গ্রামের অটোচালক এলমান হোসেন বাবু হত্যাকারী আসামীদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শুক্রবার ১৩ আগষ্ট সকাল ১১টায় সাহিতপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচিতে নারী শিশু সহ কয়েক শত লোক অংশগ্রহ করেন।

এতে বক্তব্য রাখেন,সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আজিজুল ইসলাম, ইউপি সদস্য তারামিয়া, বাজার কর্মিটির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,শ্রমিক নেতা ময়না মিয়া, নিহতের বাবা, শাহীন মিয়া, মা,নাজমা আক্তার।

এসময় বক্তারা বলেন,অবিলম্বে বাবু হত্যাকারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এছাড়াও তারা বলেন, চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ২২ দিন পেরিয়ে গেলেও আসামীরা অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে বক্তারা নানান প্রশ্ন তুলেন।

বক্তারা আরো বলেন, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আটিগ্রামের রুকন মিয়ার ছেলে সুমনকে ঘটনার দিন গ্রেফতার করলেও হত্যার মামলার বাকি আসামীরা এখনও অধরা।

এদিকে মানববন্ধন চলাকালীন সময় নিহতে বাবা,মা,কান্নায় ভেঙে পরেন। এবং তাদের দাবী পুলিশ তাদের বার বার আশ্বাস দিচ্ছে কিন্তু আসামিদের ধরতে ব্যত্ত হচ্ছে।

মানববন্ধন চলাকালীন সময় কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ, মানববন্ধনে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে একত্বতা জানিয়ে তিনি বলেন,
পুলিশ আসামীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ‍্য মামলার সুত্রে জানা যায়, গত ২২ জুলাই দুপুরের দিকে সাহিতপুর বাজার মোড়ে নিহত এলমান হোসেন বাবুর সাথে মোটরবাইক চালক সুমন ও আরিফের রাস্তায় সাইড দেয়াকে কেন্দ্র করে প্রথমে কথার কাটাকাটি ও হাতা-হাতি হয়।

এরই জেরে কিছুক্ষণ পরে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সঙ্ঘবদ্ধ ভাবে বাবু’র ওপর হামলা চালালে এখলাছ মিয়া ও শফিক ফিরাইতে গেলে তাদের ওপরেও হামলা চালায় তারা।
এসময় বাবু ও এখলাছ গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত এখলাছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে ২৫ জুলাই নিহত এলমান হোসেন বাবুর পিতা শাহীন মিয়া বাদী হয়ে এজাহার নামীয় ২০ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি হত্যামামলা সহ নানা অভিযোগে মামলাটি দায়ের করেন।

সোহেল খান দূর্জয়
নেত্রকোনা প্রতিনিধি
১৩.০৮.২০২১

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com