শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত
নাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি //দৈনিক ঢাকার কন্ঠ নিউজ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়িটির সাতটি ঘর ও নগদ প্রায় তিন লাখ টাকা পুড়ে গেছে। এতে মোট প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধরণা করা হচ্ছে।
আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল হক ও তার তিন ছেলের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মুহুর্র মধ্যে আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাদের সাতটি ঘর পুড়ে যায়। তারা সবাই এক বাড়িতে থাকতো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী। তবে ততক্ষণে বসত ঘরে থাকা সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাইদুল ইসলাম জানান, আগুনে তাদের সাতটি ঘর পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা তার নগদ ৮০ হাজার টাকা, তার ভাই সাইদুলের ১ লাখ ৬২ হাজার টাকা ও সোহাগের ১৮ হাজার টাকা এবং তার বাবা আব্দুল হকের ২২ হাজার টাকাসহ মোট দুই লাখ ৮২ হাজার টাকা, ২২ মণ পাট, ২০ মণ ধান, সোনার গহনা ও আসবাবপত্র পুড়ে যায়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ আর বর্তমান ইউপি সদস্য আশরাফ আলী জানান, আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছার আগের এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। বিদ্যুতের শকসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।