শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
বিষয়; প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে
মহাত্নন, সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মো, শাহিনুর মিয়া (অধ্যক্ষ) নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ। উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।
আমি এই মর্মে জানাচ্ছি যে, গত ১১ অক্টোবর, ২০২১ বহুল প্রচারিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পএিকায় ৮ নং শেষের পাতায় ০২ নং কলামে ” অধ্যক্ষ মো,শাহিনূুর মিয়ার বিরুদ্ধে কুপ্রস্তাব ও অশালীন কথা বার্তার অভিযাোগ উঠেছে ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদটি পএিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট, ভূয়া, কাল্পনিক, অসত্য ও বিভ্রান্তিকর। আপনার পএিকার প্রতিবেদককে কে বা কারা মনগড়া, মিথ্যা- বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করিয়েছেন। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে। আমি পেশায় একজন শিক্ষক। শিক্ষাপ্রতিষ্ঠানের কোন ব্যক্তি আমার দ্বারা ক্ষতিগ্রস্হ হোক এটা যেমন কাম্য নয়, ঠিক তেমনি আমাকেও কোন ব্যক্তি কিংবা স্বার্থান্বেষী কোন মহল বা ব্যক্তির কথা না শুনায় আমাকে বিভ্রান্তিতে ফেলে কৌশলে সুবিধা আদায় কিংবা ফায়দা লুটে নিবে,আমাকে হেয়প্রতিপন্ন করবে এটাও কাম্য হতে পারে না। আমি এধরনের ঘটনাকে অদূর ভবিষ্যতে শিক্ষক হিসেবে অত্যন্ত জঘন্য ও ন্যাক্কার জনক হিসেবে দেখছি। এতে করে শিক্ষক সমাজে আমার মান সম্মান অনেকাংশে ক্ষুন্ন হয়েছে। আমাকে জড়িয়ে আপনার পএিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে আমি একজন শিক্ষক হিসেবে সেটাকে সকল শিক্ষা সমাজের জন্য হুমকী স্বরুপ হিসেবে দেখছি। কারও সাথে আমার কোন বিরোধ কিংবা মনোমালিন্য নেই। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি অধ্যক্ষ মো, শাহিনুর মিয়া ১৯৮৫ সাল থেকে শিক্ষকতার পেশার সাথে জড়িত আছি। সুদীর্ঘ কর্মজীবনে নারী ঘটিত কোন কেলেংকারী আমার নেই এবং আমি এহেনু কোন ঘটনার সাথেও জড়িত নই।
এছাড়া কোন নারীকে কুপ্রস্তাব ও অশালীন কথা বার্তা বলার কোন প্রশ্নই উঠে না। উত্তরা আইডিয়াল কলেজের দুটি পক্ষের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধের জের ধরে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা অপবাদ দিয়ে হিংসাত্বক মনোভাব নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছেন। উত্তরা আইডিয়াল কলেজ এর বর্তমানে কোন ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডি নেই এবং কোন স্বীকৃতি ও নেই বলে তিনি দাবি করেন।
নিবেদক,
মো, শাহিনুর মিয়া
(অধ্যক্ষ)
নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ।
উত্তরা মডেল টাউন ঢাকা-১২৩০।
তারিখ- ১ ৬ অক্টোবর, ২০২১