রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
রাজধানীর তুরাগে ছোট বোন এর ওয়ারিস জমি বড় ভাইদের আত্মসাৎ এর অভিযোগ
ইব্রাহিম হাসান ঃঃ নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
রাজধানীর তুরাগে বড় ভাই অলি মিয়া কর্তৃক ছোট বোন সুফিয়ার ওয়ারিস জমি আত্মসাৎ এর অভিযোগ। গত ০৩/০৮/২০২১ ইং তারিখে জনাব মো: জাফর আলী, পিতা: মৃত: মো: আলাউদ্দীন, মাতা: মোছা: সুফিয়া খাতুন, সাং- গ্রাম: তরপ পাড়া, ডাক: ধীরাশ্রম, থানা: গাজীপুর, জেলা: গাজীপুর।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) ঢাকা জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে জনাব মো: ওলি মিয়া মাতুব্বর গং, পিতা: মৃত: মো: আ: মজিদ, সাং- গ্রাম: বামনার টেক, ডাক: বামনার টেক, থানা: তুরাগ, জেলা: ঢাকা এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ আবেদন আকারে দাখিল করেন। বাদীর মাতা সুফিয়া খাতুন উত্তরাধিকার সূত্রে মোট ৪৩১ শতাংশ জমির মালিক হন কিন্তু প্রকৃতপক্ষে প্রায় ১৪ শতাংশ সম্পত্তির মালিক হন।
উক্ত সম্পত্তি ছাড়াও আরও অনেক সম্পত্তি ওয়ারিশান ক্রমে বাদির মাতা মালিক হন। কিন্তু ওয়ারিশান কোন সম্পত্তিই বিবাদী বুঝিয়ে না দিয়ে তিনি একাই তা আত্মসাৎ এর অপচেস্টায় জবরদখল করে আসছে। এই ব্যাপারে কারো কাছে কোন অভিযোগ করিলে বাদিকে প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়। তাই বাদি বর্তমানে কোন উপায় না পেয়ে ২৪/০৬/২০২১ ইং তারিখে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং- ১৩৬১ এবং সংস্থার ঢাকা জেলা কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন।
বিষয়টি আপোস করার লক্ষ্যে সংস্থার ঢাকা জেলা কার্যালয় হইতে বিষয়টি ০৫ সদস্য বিশিষ্ট একটি বিজ্ঞ টিম গত ১৪/০৮/২০২১ ইং রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় যাচাই-বাছাই পূর্বক উভয়ের মাঝে একটি সুষ্ঠু ও সুন্দর সমন্বয় করে দেওয়ার লক্ষ্যে ঘটনাস্থলে গমন করেন এবং উভয়ের বক্তব্য শোনেন। তখন বিবাদী পক্ষও মৌখিকভাবে বিষয়টি আপোষ চান কিন্তু উভয় পক্ষের কাছে যথেষ্ট কাগজপত্র ও নথি না থাকায় বিষয়টিকে মিমাংসা করা সম্ভব হয় নাই। তখন সকলের উপস্থিতিতে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) ঢাকা জেলা প্রধান জনাব মুহাম্মদ লোকমান বাদী ও বিবাদীপক্ষদ্বয়কে আশ^স্থ করেন যে, উপযুক্ত সকল কাগজপত্র প্রদর্শন করতে পারলে তাদের অধিকার মোতাবেক জমির অংশ তাদেরকে বুঝিয়ে দেওয়া সহ বিষয়টি আপোস করা হবে।
উভয় পক্ষই স্ব স্ব পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর তাদের উভয়ের মাঝে সমন্বয় করে দেওয়ার জন্য অদ্য ২৩/১০/২০২১ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় সংস্থার ঢাকা কার্যালয় হতে ০৮ সদস্যবিশিষ্ট একটি চৌকস টিম উক্ত ঘটনাস্থলে পুনরায়