রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
রাসেল সরকার এর দাম্ভিক সাহসিকতায় ছিনতাই হওয়া গরু ফেরত পেলো এক ব্যাবসায়ী।
আর কে রেজা
গাজীপুর বিশেষ প্রতিনিধি// নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
সারাদিনের ক্লান্তিকর বাশি নিয়ে ফিরছিলেন হামিলনের বাশিওয়ালা তার নিজ গন্তব্যে। হঠাৎ শুনতে পেলেন ধস্তাধস্তি, আত্নচিৎকার আর সর্বোস্ব হারানোর বুলি।তখন ঠিক রাত ১২টার আশপাশ, শিল্প নগরি টংগীর মিলগেটে চলছিলো ৪টি গরু ছিনতাইয়ের রচনা।বরিশাল জেলার গরু ব্যাবসায়ী সোবহান বেপারি ময়মনসিংহ থেকে ৪টি গরু ক্রয় শেষে ফিরছিলেন ঢাকার উদ্দ্যেশ্যে কিন্তু অস্র সজ্জিত ৩/৪ জনের ছিনতাইকারী দল মিল গেট এলাকায় অস্রের মুখে জিম্মি করে গরু বোঝাই করা পিক আপ কে গতিরোধ করে যে পিক আপ গাড়ির নম্বর ঢাকা মেট্রো(২০৮৭৯৫) যার হতে ৪ টি গরু নিয়ে মেঘনা রোডের দিকে অগ্রসরমান অবস্থায় নগরীর পিনাকী গার্মেন্টস এর সামনে সোবহান বেপারির সাথে ছিনতাইকারীদের ব্যাপক ধস্তাধস্তি এবং মারামারি হতে থাকে এবং ঠিক সেই সময়গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের রত্ন এবং সফল আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল নিজ বাসভবনে ফিরছিলেন এবং বিষয়টি দৃষ্টিগোচর হয় এবং নিজের জীবনে বাজি রেখে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন এমন সময় ছিনতাইকারীর দলের সবাই পালিয়ে যেতে সামর্থ্য হয়।এমতাবস্থায় রাসেল সরকার উদ্ধারকৃত ৪ টি গরু সোবহান বেপারিকে বুঝিয়ে দেন।। গরু ফিরে পেয়ে ব্যাবসায়ী সোবহান বেপারি যুবলীগের এই সাহসী বীরকে আশীর্বাদ করেন।