শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

সিলেটের কোম্পানীগঞ্জে বানভাসিদের মধ্যে রান্নাকরা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন / নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

সিলেটের কোম্পানীগঞ্জে বানভাসিদের মধ্যে রান্নাকরা খাবার, শুকনো খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। অসংখ্য মানুষের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠেছে। যা সত্যি আনন্দের।

তবে নিম্নাঞ্চলের মানুষজন পাচ্ছেন না কোনো ধরনের ত্রাণ সহায়তা। যারা ত্রাণ সহায়তা করছেন তাঁদের প্রতি সবিনয়ে অনুরোধ করছি দয়া করে শুধু হাইটেক পার্ক ও বঙ্গবন্ধু মহাসড়কে ত্রাণ বিতরণ না করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে যান। আপনাদের মানবিকতা ছড়িয়ে পড়ুক সর্বত্র।

কোম্পানীগঞ্জের ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম অতি জলাশয়েত নিম্ন অঞ্চল গুলোতে এখনও কোনো ধরনের ত্রাণ থাক দূরের কথা দেখার জন্যেও কেউ যায় নি সেখানকার যেমন নিগারেরপাড়, মুজিব নগর, গাছগড়, চন্দ্র নগর, শিব নগর, আমেরতল সহ আশপাশের নয় দশটি গ্রাম কি বাংলাদেশের বাহিরের না-কি বলে প্রশ্ন জাগে?
কিছু কিছু মানুষজন আশ্রয় নিয়েছেন স্হানীয় উচুমানের জায়গা দয়ারবাজারে। সেখানে স্থানীয়রা যার যার সাধ্যমতো রান্না করে খাইয়েছেন ওইসব বানভাসিদের। তবে ওইসব এলাকায় এখনো কোনো সরকারি কিংবা বিত্তশালীদের ত্রাণ পৌঁছায়-নি।

বন্যার পানি কমতে থাকায় দয়ারবাজার সহ উৎমা মাঝেরগাও বর্ডার সাইট গুলো উঁচুমানের জায়গায় আশ্রয় আশ্রিত থেকে মানুষজন তাঁদের বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন। তবে তাঁরা রয়েছেন ব্যাপক দুঃশ্চিন্তায়। ঘরে ফিরে কি খাবেন ? কেউ কি আসবেন তাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ? কেউ কি নিবেন তাদের খবর ? এমন প্রশ্ন তাঁদের মনের মধ্যে বিরাজ করছে। যেন হতাশায় ভুগছেন তাঁরা।

পূর্ব ইসলামপুর ইউনিয়নের একাদিক বিশস্ত সূত্রে জানায় ওই ইউনিয়নের নিগারেরপাড়, চন্দ্র নগর, মুজিব নগর, আমেরতল,শিবনগর, গাছগড়, ও রাধানগর সহ আশপাশের নয়-দশটি গ্রামে এখনো কোনো ত্রাণসামগ্রী পৌঁছা দূরে থাক কেউ একটি নজর দেখতেই আসেনি। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তশালীদের কাছে আবারও সবিনয়ে অনুরোধ করছি, আপনারা ওইসব এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিন। সকলের সর্বাত্মক সহযোগিতায় অনাহারে থাকা ওইসব বানভাসি মানুষজনদের মুখে হাসি ফুটে ওঠবে।

বেঁচে আছে মানবতা। বেঁচে থাকবে মানবতা। মঙ্গল কামনা করি মানবতাবাদীদের।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com