শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্কের আলোচনা সভায় বক্তারা মওলানা ছিলেন রাজনীতিকদের আইকনিক নেতা  তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক এলাকা থেকে চোরাই মোবাইল সহ চোর চক্রের দুই সদস্য আটক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ – ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের মূল ফটক এলাকা থেকে ০৫ (পাঁচ) টি চোরাই মোবাইল সেটসহ ২ জন চোর চক্রের সদস্যকে আটক করেছে  ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্প’র সদস্যবৃন্দ। ২৯ আগস্ট সোমবার সকাল ১০.৩০ ঘটিকা পাওয়ার প্লান্টের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের আটক করে। আটকৃতরা হলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরভোলাশিয়া গ্রামের ফরহাদ সিকদার এর পুত্র সাব্বির সিকদার (২৩) ও একই এলাকার দুদুমিয়া সিকদারের পুত্র ইমরান সিকদার (২০)।
৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
৩ আনসার ব্যাটালিয়ন, রূপসা অফিস সূত্রে জানা গেছে যে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে ডিউটিরত অবস্থায়  ০২ জন কর্মচারীর গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। গেট দিয়ে বের হওয়ার সময় কর্তব্যরত আনসার সদস্যরা তাদের আটক করে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ০৫ (পাঁচ) টি স্মার্ট মোবাইল ফোন  ( Vivo y20  – ০১ টি, Samsung j4 – ০১টি, Tecno spark 6 – ০১ টি, Realme 71 – ০১ টি, 5star BD27 – ০১ টি, ) উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ফোনগুলো তারা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে চুরি করেছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১,০০,০০০/- ( এক লক্ষ) টাকা।
৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ সাংবাদিকদের জানান যে, এ জাতীয় যেকোন চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত ০৫ (পাঁচ) টি মোবাইল সেট সহ আসামীদের রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এর পূর্বে ও আনসার ব্যাটালিয়ন  এর সদস্যরা অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎএলাকা থেকে তামার তার উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com