বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
আজ (মঙ্গলবার) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি। তবে ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের জন্য এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
সব মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সমাবেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:১৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২
সব মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে সমাবেশ
দেশের সব মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ প্রদান, ঢাকা মেট্রোতে থ্রি-হুইলার লাইসেন্সধারী চালকদের রেজিস্ট্রেশন (ব্লু বুক) প্রদান, বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকা কার্যকর, নো পার্কিং মামলা দেওয়া বন্ধসহ ৬ দফা দাবিতে ‘সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ’র পক্ষ থেকে বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদানের আগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে তারা দাবি করেন, বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষ ও তাদের স্বার্থরক্ষাকারী নামধারী শ্রমিকনেতাদের নিয়ে ত্রিপক্ষীয় সভা আহ্বান করে ভাড়া বৃদ্ধির নামে দৈনিক জমা বৃদ্ধির অপতৎপরতায় লিপ্ত হয়েছেন।
তারা বিআরটিএ চেয়ারম্যানের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, ঢাকা মহানগরীতে প্রতিদিন চালকদের ১,৬০০ টাকা ঋণের বোঝা নিয়ে দিন শুরু করতে হয়। তার উপর রাস্তায় চলাচলের সময় পুলিশ মিটারের অজুহাতে ৭০০-২,৫০০ টাকার মামলা দেয়।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির আহ্বায়ক শেখ হানিফের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রকাশ দত্ত।
ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মালিক, চালক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সদস্য সচিব গোলাপ হোসেন, সদস্য মো. ইমান আলী, লেয়াকত আলী, দুলাল হোসেন প্রমুখ।
পরবর্তী খবর
লোডশেডিং নেই ডিপিডিসিতে, জেনে নিন ডেসকোর আজকের শিডিউল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২
লোডশেডিং নেই ডিপিডিসিতে, জেনে নিন ডেসকোর আজকের শিডিউল
আজ (মঙ্গলবার) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সার্ভিস এলাকায় কোনো লোডশেডিং নেই। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশ্বাস দিয়েছে সংস্থাটি। তবে ঢাকার আরেক বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায় কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবারের জন্য এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বৃহস্পতিবার শিডিউল দেওয়ার পরিবর্তে ডিপিডিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো
অন্যদিকে, এক বিজ্ঞপ্তিতে লোডশেডিং শিডিউল জানিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। ডেসকো গ্রাহকরা শিডিউল দেখতে ক্লিক করুন এখানে।
দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল করে দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আবার শিডিউলের বাইরেও শোডশেডিং হচ্ছে।