শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বোদা পৌর আওয়ামী লীগের নগরকুমারী পুঞ্জিতে দুর্বৃত্তরা আগুন খ‍্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনার প্রয়ানে প্রবাসীদের শোক  বিনম্র শ্রদ্ধায় স্মরণ..….. নোয়াখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা বিএফআইইউ’র সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা রাজধানীতে ভুয়া মালিক সাজিয়ে প্লট বিক্রি, রাজউকের কর্মীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক বৈষম্যহীনভাবে যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে: রাষ্ট্রপতি বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই উদ্যোক্তা তৈরিতে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নুরজাহান অয়েলের ব্যবস্থাপনা পরিচালকের কারাদণ্ড

ঢাকার কন্ঠ   চট্টগ্রাম | প্রকাশিত: ১০:০২ পিএম, ২০ সেপ্টেম্বর

মানহীন ভোজ্যতেল বাজারজাতকরণের অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় চট্টগ্রামের নুরজাহান অয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমদকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৪ এর বিচারক কাজী শরীফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

একইসঙ্গে মামলার বিভিন্ন ধারায় তাকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ মাসের কারাদণ্ড দেন।

আদালতে বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উদ্দিন খন্দকার রনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ফৌজদারহাট এলাকার সাগরিকা রোডের নুরজাহান অয়েলের অঙ্গ-প্রতিষ্ঠান মেসার্স জাসমির সুপার অয়েল লিমিটেডে অভিযান চালায় বিএসটিআই। এসময় কারখানা থেকে ফর্টিফাইড পাম অলিনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করলে ভিটামিন-এ মান উত্তীর্ণ হতে পারেনি।

পরে বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক রাজীব দাশগুপ্ত বাদী হয়ে ২০১৯ সালের ২০ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারা পরিপন্থি এবং ২৭ ও ২৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ এর ৪(১) ও ৪(২) ধারা পরিপন্থি এবং ওই আইনের ১৬(১) এবং ১৬(২) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ফৌজদারহাট এলাকার সাগরিকা রোডের নুরজাহান অয়েলের অঙ্গ-প্রতিষ্ঠান মেসার্স জাসমির সুপার অয়েল লিমিটেডে অভিযান চালায় বিএসটিআই। এসময় কারখানা থেকে ফর্টিফাইড পাম অলিনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করলে ভিটামিন-এ মান উত্তীর্ণ হতে পারেনি।

পরে বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক রাজীব দাশগুপ্ত বাদী হয়ে ২০১৯ সালের ২০ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২১ ধারা পরিপন্থি এবং ২৭ ও ২৯ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ এর ৪(১) ও ৪(২) ধারা পরিপন্থি এবং ওই আইনের ১৬(১) এবং ১৬(২) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

আদালত দীর্ঘ শুনানি শেষে এসব ধারায় মামলার একমাত্র আসামি জহির আহমদকে সাজা দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।তার বিরুদ্ধে আগে থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

 

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com