admin
- ১ অক্টোবর, ২০২২ / ২২৭ Time View
রংপুর থেকে বিভাগীয় প্রধান: আবু নাসের সিদ্দিক তুহিন। — নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
রংপুর সাহিত্য – সংস্কৃতি পরিষদের ১০৬৩- তম সাহিত্য বৈঠক ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যায় পরিষদের টাউন হল চত্বরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি স্বাত্ত্বিক শাহ আল মারুফ। কবি, লেখক, গবেষক আবুল কাশেম এর তিন খন্ডের গ্রন্থ নিয়ে আলোচনা করেন পরিষদের সাবেক সভাপতি, লেখক ডা. মফিজুল ইসলাম মান্টু। স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি, লেখক, সাবেক যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা, জয়িতা নাসরিন নাজ, খন্দকার মাহফুজার রহমান, আফজাল হোসেন, লুৎফর রহমান সাজু, তাজুল ইসলাম, শাহিদা মিল্কি, সরকার বাবলু, সুফি জাহিদ হোসেন, মাহমুদ ইলাহী মন্ডল, শৈলেন্দ্র নাথ বর্মা, মারুফ হোসেন মাহবুব, আফরোজা বেগম, শ ম আমজাদ হোসেন সরকার।
কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, মেসবাউর রহমান। “বাংলা সাহিত্যে প্রবাদ ও প্রবচনের প্রচলন ” বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম। অণু গল্প পড়ে শোনান নূর উন নবী। শুভেচ্ছা কথা বলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত চন্দ্র খাঁ, ফারহানা লিমা, রশিদুল হাসান, আবুল কাশেম, নওয়াব আলী, এ এস এম হাবিবুর রহমান। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে উপস্থাপক হিসেবে তালিকাভুক্ত হওয়ায় পরিষদের তরুণ সদস্য মেসবাউর রহমান ও ফারহানা লিমাকে বৈঠকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম চাঁদ, নীরেশ মুখার্জী, পূর্ণিমা রাজ, রাজেন দাস, জয় রাজ ও শফিকুল ইসলাম। বৈঠকে পঠিত লেখাগুলো নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন এড.মাসুম হাসান। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশিদ।