শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
ককটেল ও হাত বোমা নিক্ষেপের ঘটনায় ওসিসহ ৫পুলিশ আহত।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির গোপন বৈঠকে থানা পুলিশের বাধা দেওয়ার ঘটনায় হাত বোমা ও ককটেল নিক্ষেপ।
অফিসার ইনচার্জ(ওসি)সহ পুলিশের ৫ সদস্য আহত।
থানা পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ১১টায় স্থানীয় এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র সস্র সহকারে গোপন বৈঠকে মিলিত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব সহ থানা পুলিশ এই বৈঠকে অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন।
এবং বিএনপির নেতাকর্মীদের রাতের আধারে অবৈধ অস্ত্রপাতি নিয়ে সভা করার জন্য থানা পুলিশ বাধা প্রদান করেন।
এসময় পুলিশের বাধা পেয়ে বিএনপির প্রায় ২ শতাধিক দলীয় নেতাকর্মী ককটেল ও হাতবোমা নিক্ষেপ করেন এবং
রামদা ও লাটিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে ও ঘটনাস্থল থেকে বিপুল পরিমান হাত বোমা ও ককটেল উদ্ধার করে।
এব্যাপারে ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনিসহ পুলিশের ৫ সদস্য বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এবং তারা চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান।