বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
৯ই ডিসেম্বর ২০২২ ইং শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-পরিচালক শহীদুল ইসলাম মোড়লের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এসময় তিনি বলেন, আইন করে দূর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে।
তবেই কেবল দুর্নীতি বন্ধ সম্ভব তাই যে যার জায়গা থেকে আগামী নতুন প্রজন্মকে নৈতিকতা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে আহবান জানান। তিনি আরও বলেন, যেকোন ভাবে দূর্নীতি রুখতে হবে। মুখে নয়, বুকে সাহস নিয়ে দূর্নীতি রুখতে সকল সরকারী কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।
তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দুনীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- পুলিশ সুপার খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারন সম্পাদক এস এম কাদেরী শাকিল, সচেতন নাগরিক কমিটি-সনাক কুষ্টিয়ার সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা রফিকুল আলম টুকু, দিশা’র সহকারী পরিচালক এম রবিউল ইসলাম, “মুক্তিযাদ্ধার সন্তান ও প্রজন্ম” কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান সহ প্রমুখ।
এসময় জেলার সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, দুনীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ সহ
দুনীতি দমন কমিশন (দুদক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে “দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।