বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
ভোলানিউজ ও ভোলার আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলা প্রতিনিধি॥ দৈনিক ঢাকার কন্ঠ
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দ্বীপ জেলা ভোলার প্রথম অনলাইন পত্রিকা ভোলানিউজ.কম, এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং ভোলার জনপ্রিয়ও অনলাইন ভোলার আলো.কম এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।৩০ ডিসেম্ববর (শনিবার) সন্ধ্যায় উকিলপাড়া অফিসে সাংবাদিক মনিরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সামস উল আলম মিঠু। ইনডিপেনডেন্ট চ্যানেলের ভোলা প্রতিনিধি সাংবাদিক নজরুল হক অনু, মাছরাঙ্গা টেলিভিশনের ভোলা প্রতিনিধি ও বাংলার কণ্ঠ পত্রিকার কর্ণধার হামিদুর রহমান হাসিব। দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর চেয়ারম্যান মাহমুদুল হাসান। ভোলারবাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান, শাহাবাজপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক সহিদ তালুকদার, আজকের দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক জে.আই সবুজ, যুবনেতা গালীব,
ছাত্রলীগ নেতা ইসতিয়াক হাসান বাপ্পী, ভোলার আলো.কম পত্রিকারপ্রকাশক ও সম্পাদক সাংবাদিক আল-আমিন এম তাওহীদ। বঙ্গবন্ধুছাত্র পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি সাব্বির হোসেন সাদ্দামসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ প্রমুখ।আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, সাংবাদিক হলোজণগনের বন্ধু। সাংবাদিক আর পুলিশ একতা হয়ে কাজ করলে এতে সাধারণ মানুষের উপকার হয়। ভোলার জনপ্রিয়ও এদুটি পত্রিকার সাফল্য কামনা করছি। প্রেসক্লাবের সম্পাদক সামস উল আলম
মিঠু বলেন, শিক্ষাগত যোগ্যতা, সৎ ন্যায় নিষ্ঠাবান ও আদর্শ নিয়ে সাংবাদিকতা করতে হয়। সাংবাদিক হলো মানুষের পরম বন্ধু। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সকলের সাফল্য বয়ে আনবে। গরিব অসহায় মানুষের পাশে থেকে সুখ দুঃখে ভাগ করে নেয়া সাংবাদিকতার মুল উৎস। ভোলানিউজ.কম ও ভোলার আলো.কমপত্রিকার আগামি দিনের পথচলা হোক দীপ্তময় আলোকিত।পরে আলোচনা শেষে, কেক কেটে ভোলানিউজ.কম এর ৭ম বর্ষে পর্দাপন ও ভোলার আলো.কম এর ২য় বর্ষে পর্দাপনের যাত্রা শুরু হয়।
দৈনিক ঢাকার কন্ঠ
আল-আমিন এম তাওহীদ,ভোলা
তার ৩০-১২-২০১৭ ইং