বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

খুলনা পাইকগাছায় জামিনপ্রাপ্ত আসামিদ্বয় আটক; অত:পর ১৮ঘন্টা পর মুক্তি

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা থানা পুলিশ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে থানায় রিকল দেওয়ার ৪মাস পর দু’আসামীকে গ্রেফতার করে ১রাত সহ ১৮ঘন্টা থানায় আটকে রেখে পরদিন দুপুরে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়,পাইকগাছা উপজেলার মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হেকমত মোড়লের পুত্র আব্দুল মালেক মোড়ল সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি,আর১৫৫/২১(রূপসা) থেকে একটি মামলায় ২১/০৮/২২ তারিখে জামিন পেয়ে পাইকগাছা থানায় রিকল জমা দেন এবং যা এসআই আনজির হোসেন রিসিভ করেন।
একইভাবে উপজেলার রাড়ুলি গ্রামের আইনউদ্দীন শেখের পুত্র আনছের আলী শেখ পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি,আর ৪৯১/২২ মামলায় গত ইং ২৬/৯/২২ তারিখ আদালত থেকে জামিন পেয়ে ঐ দিনে রাড়ুলি পুলিশ ক্যাম্পের এ,এসআই মোঃ শফিউল্লাহ রিকল রিসিভ করেন। পরবর্তীতে দীর্ঘ ৪/৫ মাস পর পাইকগাছা থানা পুলিশ উপরোক্ত দু’ব্যক্তিকে গত ইং ৯/১/২৩ তারিখ বে-আইনী ভাবে গ্রেফতার করে প্রচন্ড শীতে থানা হাজতে এক রাত রেখে পরদিন দুপুরে তাদের কে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় পুলিশের বে-আইনী কর্মকান্ড নিয়ে নানা রকম গুঞ্জন চলছে। ভুক্তভোগি পরিবার এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে থানার ওসি জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান,আনছার এর পরিবারের লোকজন রিকল দেখালে তাকে থানা থেকে ছেড়ে দেই এবং মালেক মোড়ল রিকল দেখাতে না পারাই তাকে কোর্টে প্রেরন করি। তবে সে কোর্ট থেকে মুক্তি পেয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আসামীদ্বয়ের আইনজীবি এড.এফ,এম রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি জানান, আসামীদের জামিনের রিকল থানায় জমা দেওয়ার পর তারা যথারীতি তামিল করে আদালতে ফেরত না দিয়ে থানায় পেন্ডিং থাকা ওয়ারেন্ট মুলে আসামীদ্বয় কে বে-আইনী ভাবে গ্রেফতার করে ১৮ঘন্টা আটক রাখা আইন ও মানবাবাধিকারের চরম লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com